ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িতে হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২৯ মে ২০২০ | আপডেট: ১৬:৩২, ২৯ মে ২০২০

পূর্ব শত্রুতার জের ধরে শহীদ ইসমাইল হোসেন মাষ্টারের পরিবারের সদস্য ও স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ২৪মে শেষ রোজার দিন সন্ধ্যা ৭টার দিকে একই এলাকার আব্দুস সালাম ওরফে আব্দুস সালাম টেডন (৫৫) ও তার ছেলে নাসিম (৩০)-র নেতৃত্বে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী এ হামলা চালায়।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর নাম স্থানে।
  
জানা গেছে, এলাকার সন্ত্রাসী গ্যাং নাসির, হাকিম, আলম, তুষার, জাহাঙ্গীর, সাইদুল, মনিরসহ অন্তত ২৫ জন পূর্ব শত্রুতার জের ধরে শহীদ ইসমাইল হোসেন মাষ্টারের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এতে শহীদ ইসমাইল হোসেন মাষ্টারের বিধবা স্ত্রী (৮২), তার ছেলে প্রাক্তন অধ্যক্ষ মাওঃ হেলালুর রহমান (৬৩) সহ আরো অনেকে মারাত্মকভাবে আহত হন।

এর মধ্যে মাওঃ হেলালুর রহমান গুরুতর আহত হওয়ায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শহীদ ইসমাইল হোসেন মাষ্টারের নাতি মোঃ আমিমুল ইহসান অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি, আহতদের হাসপাতালে নিয়ে আসার সময়ও বাঁধার সৃষ্টি করে। এমনকি বর্তমানে তারা দফায় দফায় হুমকি দিচ্ছে। 

এ অবস্থায় শহীদ পরিবারটি আক্রমণকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানিয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি