ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হরিপুরে শিশুকন্যা হত্যার মূল আসামি গ্রেফতার 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০২, ২৯ মে ২০২০ | আপডেট: ১৭:২৩, ২৯ মে ২০২০

ঠাকুরগাঁও জেলার হরিপুরে শিশু রিমা (৭) হত্যার মূল আসামী রাজু (১৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর (হাজিপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তার খালা মিনারার বাসা থেকে রাজুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার হরিপুর থানার ওসি আমিরুজ্জামান রাজুকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে।
 
রাজু (১৩) হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বকুয়া (কাসুয়াপাড়া) গ্রামের আব্দুল বারেকের ছেলে। রিমা একই গ্রামের প্রতিবেশী সিরাজুল ইসলামের কন্যা ও সে ব্র্যাক স্কুলের ছাত্রী।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বকুয়া (কাসুয়াপাড়া) গ্রামের আব্দুল বারেকের ছেলে রাজু প্রতিবেশীর শিশুকন্যা রিমাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে শিশুটিরর লাশ রাজুদের নিজ শয়ন ঘরের মেঝেতে ফেলে রেখে ঘরে তালা দিয়ে পরিবারেই সবাই পালিয়ে যায়। 

প্রতিবেশী এক ব্যক্তি আব্দুল বারেকের তালাবদ্ধ টিনসেট ঘরের দরজার ফাঁক দিকে রিমার মরদেহ ঘরের মেঝেতে দেখতে পুলিশকে জানায়। খবর পেয়ে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাজুর শয়ন ঘরের তালা ভেঙ্গে শিশু রিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠায়।

এ ঘটনায় শিশুর বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে রাজুসহ ৪ জনকে আসামী করে হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি আমিরুজ্জামান জানান, শিশু রিমা হত্যা মামলার অভিযুক্ত মূল আসামী গ্রেফতার হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং সম্পূর্ণ তদন্তের আগে শিশু হত্যার কারণ বলা যাচ্ছে না। 
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি