ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪০, ২৯ মে ২০২০

দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী মানুষের ঢল- ছবি একুশে টেলিভিশন।

দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী মানুষের ঢল- ছবি একুশে টেলিভিশন।

করোনা পরিস্থিতিতে ঘোষিত সাধারণ ও ঈদের ছুটি মিলিয়ে দীর্ঘতম ছুটি শেষ হচ্ছে আগামী রোববার (৩১ মে)। তাই, করোনার ঝুঁকি নিয়েই কর্মস্থলে যোগ দিচ্ছে দক্ষিণাঞ্চালের লাখো মানুষ। এতে চাপ বাড়ছে ফেরি পারাপারে। বাড়ছে করোনা সংক্রমণের প্রবণতা। 

শুক্রবার (২৯ মে) দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের পাশাপাশি কর্মস্থল রাজধানীমুখী সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। যাতে নেই কোন প্রকার সামাজিক দূরত্ব মানার বালাই। এতে করে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার ছড়ানোর প্রবণতা। 

সকাল থেকে এই ঘাট এলাকা থেকে প্রতিটি ফেরি উপচে পড়া ভিড় নিয়েই পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ বিষয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, ‘এই রুটে ছোট-বড় মিলে ১৪টি ফেরি রয়েছে। এর মধ্যে ৭টি ফেরিতে পারাপার করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই রুটে প্রায় সাড়ে ৩ হাজার যানবাহন পারাপার করেছে।’

এআই//এনএস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি