ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪

ধান শুকানো নিয়ে ঝগড়ায় চাচার হাতে ভাতিজা খুন 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ২৯ মে ২০২০ | আপডেট: ২০:৪০, ২৯ মে ২০২০

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাতিজা নিহত হয়েছে। 

শুক্রবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা সোহাগ মিয়ার (২১) মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে।  

আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালকুদার মো. শাহজাহান বলেন, উঠানে ধান ও খড় শুকানোকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার চাচা আজমত আলী ও আকসের আলীর সাথে ভাতিজা সোহাগ মিয়ার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিসহ লাঠি দিয়ে আঘাত করা হয়। 

এ ঘটনায় ভাতিজা সোহাগের মাথায় আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে আজ উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
 
ঘাটাইল থানার এস আই সাইফুল ইসলাম বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি