গাজীপুরে নতুন করে শনাক্ত ৪৫, মোট ১০৭৪ জন
প্রকাশিত : ২২:০২, ২৯ মে ২০২০
সিভিল সার্জন কার্যালয়, গাজীপুর। -ছবি একুশে টেলিভিশন।
গাজীপুরে নতুন করে আরো ৪৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলাতে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১০৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৩২ জন আর মারা গেছেন ৪ জন। শুক্রবার (২৯ মে) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় হতে প্রাপ্ত তথ্যমতে, গাজীপুরে গত ২৪ ঘন্টায় ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। জেলায় এ পর্যন্ত ৯২৩৭ জনের নমুনা পরীক্ষা করে সর্বমোট রোগী পাওয়া গেছে ১০৭৪ জন। এ আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শনাক্ত হয়েছে গাজীপুর সদরে, ৬৯১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩২ জন এবং এ যাবৎ মারা গেছেন ৪ জন।
আক্রান্তদের মধ্যে- চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও পোশাক কর্মীরা বেশি হারে রয়েছেন বলে জানা গেছে।
এনএস/
আরও পড়ুন