ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

খুমেকে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৬, ৩০ মে ২০২০

খুলনা মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে করোনা লক্ষণ নিয়ে মো. আশরাফুর রহমান (৫৫) নামে এক রোগী মারা গেছেন।

আজ শনিবার (৩০ মে) সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান।

খুমেকের পরিচালক মুন্সী রেজা সেকান্দার বিষয়টি নিশ্চিত করে জানান, আশরাফুর রহমান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। গত ২৮ মে তাকে খুমেকে ভর্তি করা হয়।

আশরাফুর রহমানের নমুনা গত শুক্রবার সংগ্রহ করা হয়। কিন্তু রেজাল্ট এখনও পাওয়া যায়নি।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি