ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বরগুনায় হরিণের মাথাসহ দুইটি চামড়া উদ্ধার 

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৫, ৩০ মে ২০২০

বরগুনার পাথরঘাটায় হরিণের মাথাসহ দুইটি চামড়া উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে পাথরঘাটার বাদুরতলার খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।

পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, গোপন সংবাদে গতকাল শুক্রবার রাত বারোটার দিকে বিষখালী নদীর বাদুরতলা খালের মোহনা সংলগ্ন তীর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হরিণের মাথা ও দুইটি চামড়ার উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত হরিণ দুটি চামড়া ও মাথা পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, হরিণের মাথা কেরোসিন দিয়ে মাটি চাপা ও হরিণের চামড়া দুইটি সংরক্ষণ করার প্রক্রিয়া চলছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি