ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘আর নয় ভয়, সচেতন হয়ে করোনাকে করবো পরাজয়’

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৫, ৩০ মে ২০২০ | আপডেট: ১৬:৫৭, ৩০ মে ২০২০

করোনা সচেতনতায় চাটমোহরে ব্যতিক্রম উদ্দ্যোগ।

করোনা সচেতনতায় চাটমোহরে ব্যতিক্রম উদ্দ্যোগ।

‘করোনা আর নয় ভয়, সচেতন হয়ে করোনাকে করবো পরাজয়’ -এই স্লোগান নিয়ে পাবনার চাটমোহরে সাধারণ মানুষের করোনা সচেতনতায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে নাগরিক সাংবাদিকতার প্রথম ধারণা ফেসবুক গ্রুপ ‘চেতনায় চাটমোহর’। করোনা সচেতনতায় তারা শহরের সড়কে চিত্রাংকন কর্মসূচী শুরু করেছে। করোনাভাইরাস সম্পর্কে পথচলা মানুষকে সচেতন করার অংশ হিসেবে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

গত দুইদিন ধরে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট ও জারদিস মোড়ে করোনাভাইরাস সচেতনতায় রাস্তায় ছবি আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এ সময় বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও শিশু-কিশোর এই কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করে নিজেদের হাতের ছাপ রেখে যান চিত্রাংকনে অংশ নিয়ে। আগামী কয়েকদিন এই কর্মসূচি চলবে বলে আয়োজকরা জানান।

অংশগ্রহণকারীরা জানান, করোনা একটি বৈশ্বিক মহামারী। এটি একটি মারত্মক ছোয়াঁছে রোগ। রোগটির ফলে বাংলাদেশসহ গোটা পৃথিবীতে বেদনাদায়ক মৃত্যুর ঘটনা ঘটছে। যদিও বাংলাদেশে এই রোগে মৃত্যুহার এখন পর্যন্ত বেশ কম। যেহেতু করোনার কোন ভ্যাকসিন নাই, এমনকি সুনির্দিষ্ট কোন চিকিৎসাও নাই, কাজেই আতংকিত না হয়ে সচেতনতা এবং সাবধানতাই এই করোনা সংক্রমণ থেকে আমাদের রক্ষা করতে পারে। তাই আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। 

এই গণসচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত থেকে উৎসাহ যোগান চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন ও সাইদুল ইসলাম পলাশ, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, সহ-সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল মতিন, চিত্রশিল্পী মিলন রবসহ অনেকে।

এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে Foundation of Humanity, তারুণ্যের আলো, we are anthill, বিডি ক্লিন-চাটমোহর ও স্বপ্ন পক্ষ’র কর্মীরা অংশগ্রহণ করেন এই কর্মসূচী বাস্তবায়নে। সেইসাথে বেশকিছু শিশু-কিশোর শিক্ষার্থী স্বত:স্ফূর্তভাবে এই ছবি আাঁকায় অংশ নেন। আর পুরো কর্মসূচী সমন্বয় করেন অংকন শিক্ষক মানিক দাস।

এ বিষয়ে চেতনায় চাটমোহরের অ্যাডমিন জেমান আসাদ জানান, মানুষ অপ্রয়োজনে পথে বের হচ্ছেন। মুখে মাস্ক থাকছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। তাই পথচারীদের জন্য পথেই আমরা ছড়িয়ে দিতে চাই সচেতনতার বার্তা। এ উদ্দেশ্যেই সড়ক সচেতনতার এই উদ্যোগ গ্রহণ। পথ চলতে চলতে মানুষ এই ছবি দেখে যেন নিজেকে অনুভব করেন। প্রাথমিকভাবে চাটমোহর পৌর সদরের পাঁচটি পয়েন্টে এই ছবি আঁকার কাজ করা হবে।

কর্মসূচীর সমন্বয়ক অংকন শিক্ষক মানিক দাস বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনগুলো বিভিন্নভাবে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে। তারপরও মানুষের মাঝে সচেতনতার বড় অভাব। সে কারণে চেতনায় চাটমোহর যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার। আমরা চাই পথে চলা মানুষ আমাদের ছবি দেখে সচেতন হবেন, কিংবা সচেতন হওয়ার তাগাদা অনুভব করবেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি