ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ক‌রোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:২৯, ৩০ মে ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে এই প্রথম একজন করোনায় আক্রান্ত হয়ে আমেনা খাতুন (৮০) করোনা উপসর্গে মৃত্যু হয়েছে। গত ২৪ মে মৃতের নমুনা সংগ্রহ করার পর আজ তার পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের বাড়ি রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামে। 

এদিকে জেলায় আজ সর্বোচ্চ ২৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ১০৯ জন। ৩০ মে রাতে নিশ্চিত করেন, সিভিল সার্জন ডা.মাহফুজার রহমান সরকার।

তিনি বলেন,ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার,শের-ই-বাংলা নগর,ঢাকা এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন করে ২৫ জন আক্রান্ত হয়েছে।
 
তার মধ্যে সদর উপজেলা-১১ জন, বালিয়াডাঙ্গী-২ জন, রাণীশংকৈল-৫ জন, পীরগঞ্জ-৪ জন ও হরিপুর-৩ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

এদের মাঝে রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত আমেনা খাতুন ২৪ মে নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এর আগে ২জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের সংগৃহিত নমুনা রিপোর্ট এখনো আসেনি। 

জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১০৯ জন। যাদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি