ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে এসএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৫, ৩১ মে ২০২০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিমান করে এক ছাত্রী আত্বহত্যা করেছে। মৃত মাফিয়া খাতুন (১৬) উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামের ময়নাল হোসেনের মেয়ে।

এ ব্যাপারে উল্লাপাড়া মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা ও তার পারিবারিক সূত্রে জানা যায়, পূর্নিমাগাঁতী ইউনিয়নের ফলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে সে গত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। রোববার সকালে পরীক্ষার ফলাফলে সে অকৃতকার্য হলে বাড়ীর সবার অগোচরে ঘরের ধরনার সাথে রশি পেছিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ীর লোকজন বিষয়টি পুলিশকে জানালে লাশটি উদ্ধার করা হয়।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি