ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুমিল্লায় বেড়েছে জিপিএ-৫

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩২, ৩১ মে ২০২০

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবছর ১ লাখ ৫৯ হাজার ৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮৫ দশমিক ২২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২ শত ৪৫ জন পরীক্ষার্থী। 

যা গত বছরের তুলনায় ১ হাজার ৪ শত ৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে। এবারও পাস ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা। 

বোর্ড সূত্রে জানা যায়, ‘এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫৯ হাজার ৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন পাস করেছে। এ বোর্ডে মোট ১ হাজার ৭৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ১৬২টি। 

চলমান করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে এবছর কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে না। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি