ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাস ও জিপিএ-৫ বেড়েছে বরিশালে 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৪, ৩১ মে ২০২০

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এবারে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী। 

আশার কথা হলো, গত বছরের মতো বেড়েছে পাস ও জিপিএ-৫ এর হার। বরাবরের মতো উভয়েতেই এগিয়ে মেয়েরা। 

বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৬৭ আর ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭২ শতাংশ। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৪ জন আর আর ছেলেদের এই সংখ্যা ২ হাজার ১০৯। 

এবারে ১ লাখ ১২ হাজার  ৪৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮৯ হাজার ৬১৬ জন। গতবার পাসের হার ছিল ৭৭ দশমিক ৪১ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৮৯ জন। 

আগামিকাল বিভাগের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হবে।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি