ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় প্রাণ হারালেন সাবেক ফুটবলার সালাউদ্দিন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫৩, ৩১ মে ২০২০

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এস এম সালাউদ্দিন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ রোববার ভোররাতে নিজ বাসভবনে মারা যান তিনি।

সালাউদ্দিন একইসাথে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতি ও গোগনগর উত্তর মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের সভাপতির পদে দায়িত্ব পালন করেন।

সালাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্যালক মাসুদ রানা জানান, ‘বাদ যোহর সদর উপজেলার গোগনগর ইউনিয়নের গোগচর তাজেক প্রধান স্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি