ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবার ও গুলিসহ যুবলীগ নেতা আটক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২২, ৩১ মে ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায়  ১টি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ যুবকলীগ নেতা সুমন মিয়া (৪৪) কে আটক করেছে র‌্যাব-১৪। রোববার সকালে শহরের টেংকেরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মুসলিম মিয়ার ছেলে। 

সুমন জেলা যুবলীগের সহ-সভাপতি পদে নিযুক্ত রয়েছে। দুপুরে র‌্যাব জানায়, পৌর এলাকার পশ্চিম পাইকপাড়া এলাকায় সাধারণ মানুষকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালায় র‌্যাব। পরে সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ হাতে নাতে তাকে আটক করা হয়। 

র‌্যাব ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, এ ঘটনায় সুমনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে। 
কেআই/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি