ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঘুড়ি নিয়ে দু’পক্ষের সংর্ঘষে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৫, ৩১ মে ২০২০

সিরাজগঞ্জ-ম্যাপ।

সিরাজগঞ্জ-ম্যাপ।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে চন্দ্র নাথ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকালে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত চন্দ্রনাথ উপজেলার এনায়েতপুর গুচ্ছ গ্রামের রঘু নাথের ছেলে। বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিক জানান, এনায়েতপুর গ্রামের জীবন কুমারের ছেলে নিত্য রঞ্জন ও শ্রীবাসের ছেলে বাঁধনের মধ্যে ঘুড়ি ক্রয়-বিক্রয় নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে জীবন, আনন্দ ও খোকন গংয়ের সাথে শ্রীবাস ও তার আত্মীয় চন্দ্রনাথ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রতিপক্ষের মারপিটে চন্দ্রনাথের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি