ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় ট্রাক্টরের চাপায় শিশু নিহত

নওগাঁ প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৫৬, ৩১ মে ২০২০

নওগাঁয় ট্রাক্টরের সাথে ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে শহরের বাইপাস গণি পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আইয়ুব আলীর বাড়ি সদর উপজেলার কাদোয়া গ্রামে। তার নানার নাম মোহাম্মদ আলী।

স্থানীয়রা জানান, ধান মাড়াই মেশিন নিয়ে শিশু আইয়ুব আলীসহ দুই যুবক বাড়ি থেকে ধান মাড়াইয়ের জন্য যাচ্ছিল। পথিমধ্যে শহরের বাইপাস গণি পেট্রোল পাম্পের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধান মাড়াই মেশিনে থাকা শিশু আইয়ুব আলী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

এঘটনায় মেশিনে থাকা আরো দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে। শিশু আইয়ুব আলী ছোটবেলা থেকে তার নানার বাড়িতেই থাকত।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান,দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি