ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৬, ১ জুন ২০২০

গাজীপুরের কাশিমপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে অস্ত্র-গুলি ও এক লাখ ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, গেল রাতে গাজীপুরের কাশিমপুর বারান্দা এলাকায় র‌্যাবের টহল চেকপোস্টে তল্লাশির সময় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় র‌্যাবের ওপর গুলিবর্ষণ করে এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নুরুল হক নিহত হয়। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলি একটি পিস্তল, ১লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়।  

নিহত মাদক ব্যবসায়ীর বাড়ি কক্সবাজারের উখিয়া এলাকায়। লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি