ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুমকিতে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক

পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ১২:০৯, ১ জুন ২০২০

Ekushey Television Ltd.

পটুয়াখালীর দুমকিতে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শরীফ বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, ৫ প্যাকেট প্লেইং কার্ড ও এক প্যাকেট বেনসন সিগারেটসহ জুয়া খেলার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। 

আটককৃত জুয়াড়িরা হলেন, দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাক তালুকদারের ছেলে মো. রাসেল তালুকদার, দুমকি উপজেলার লেবুখালী এলাকার মোস্তফা ডাক্তারের ছেলে মো.মামুন ডাক্তার, বাদুরা এলাকার ইউনুস বেপারীর ছেলে মো.তুষার বেপারী ও একই এলাকার মৃত. আবদুল বারেক হাওলাদারের ছেলে মো.সেন্টু হাওলাদার। 

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মো. মেহেদী হাসান জানান, ‘পুলিশের সার্বক্ষণিক নজরদারির কারণে বিশেষ অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করা সম্ভব হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি