ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সীমান্তবর্তী ও চরাঞ্চলের ৯শ পরিবার পেল বিজিবির ত্রাণ 

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৫, ১ জুন ২০২০

লালমনিরহাটের সীমান্তবর্তী ও তিস্তা নদীর চরাঞ্চলের কর্মহীন অসহায় দুস্থ ৯শ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

সোমবার (১ জুন) বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো এসব ত্রাণ সহায়তা লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিতরণ করা হয়। 

ত্রাণ সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে চার কেজি চাল, চার কেজি আটা, দুই কেজি ডাল ও এক প্যাকেট লবণ দেয়া হয়। এছাড়া ৫৫০টি মাস্ক ও ১০০টি হ্যান্ডস্যানিটচাইজার বিতরণ করা হয়।

 ১৫-বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম ও উপ-অধিনায়ক মেজর এমএম শাহ আলম বিতরণ কাজে অংশ নেন।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি