ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ৩৮ কেজি গাঁজা উদ্ধার 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৪, ১ জুন ২০২০

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পাশপাশি ১৫০ বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (৩১ মে) বিকেলে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত মাঠ এলাকা থেকে এসব মাদকদব্য উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন খবরে সাদিপুর সীমান্তের মাঠে অবস্থান নেয় বিজিবি। এসময় চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিভিন্ন মালামাল ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি