ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ১ জুন ২০২০ | আপডেট: ১৭:৫৯, ১ জুন ২০২০

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২০ মিনিটের মধ্যে করোনা উপসর্গে ভোগা ৩ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) বেলা ৩টা ১০ মিনিট থেকে শুরু করে সাড়ে ৩টার মধ্যে তিনজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, মৃত্যু হওয়া তিনজনের মধ্যে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ গতকাল রোববার (৩১ মে) সন্ধ্যা ৭টায় হাসপাতালে ভর্তি হন। অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়। সোমবার বেলা ৩টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশাল নগরের আলেকান্দা কাজিপাড়া এলাকায়। 

মারা যাওয়া বাকি দুজনও সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার কিছু সময় পরই মারা যান। সবগুলো ঘটনাই খুব দুঃখজনক। করোনা আক্রান্ত কিনা নিশ্চিত হতে মৃতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে বলে জানান বাকির হোসেন। 

সোমবার করোনা উপসর্গে শেবাচিমে ভর্তি হয়ে নিহতদের ব্যাপারে হাসপাতাল সূত্র জানায়, এদিন বেলা ৩টা ২৫ মিনিটে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হারিপালা এলাকার ৫০ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে শেবাচিমে ভর্তি হন। বেলা সাড়ে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া এদিন বেলা দেড়টায় ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। বেলা ৩টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি