ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

খালের পানিতে মিলল নবজাতকের লাশ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৮, ১ জুন ২০২০ | আপডেট: ১৮:৫৭, ১ জুন ২০২০

ঝালকাঠি পৌরসভার শেষ সীমান্তে বাদামতলা নামক খালে অজ্ঞাত পরিবারে জন্ম নেয়া এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের বিকনা এলাকার টিটিসি সেন্টার সংলগ্ন খালে স্থানীয় পথচারীরা যাতায়াতের সময় এই নবজাতকের লাশটি খালে ভাসতে দেখতে পায়। 

থানা থেকে প্রায় চার কি.মি. দূরের খালটিতে অজ্ঞাত শিশুর লাশ ভাসছে মর্মে সংবাদ ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দেখার জন্য এলকাবাসীর ভিড় করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,অজ্ঞাত শিশুর লাশটি খালে ভাসতে দেখে এলাকাবাসী ঝালকাঠি থানা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে থানা পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধারের করা হয়েছে।

এই ব্যাপারে ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) খলিলুর রহমান জানায়, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। নবজাতকের মৃতদেহ উদ্ধারের পর পরবর্তি আইনগত পদক্ষেপ নেওয়া হবে ।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি