ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে বাস চাপায় মুক্তিযোদ্ধা প্রকৌশলী নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:০০, ১ জুন ২০২০

দুর্ঘটনা কবলিত সেই মোটরসাইকেল- ছবি একুশে টেলিভিশন।

দুর্ঘটনা কবলিত সেই মোটরসাইকেল- ছবি একুশে টেলিভিশন।

নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকার (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত  প্রকৌশলী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুস সালাম সরকার গড়মাটি গ্রামের মৃত মকবুল হোসেন সরকারের ছেলে। তিনি সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, আব্দুস সালাম সরকার রাজাপুর হাট থেকে কাঁচা বাজার করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে এসে মহাসড়ক থেকে গ্রামীণ সড়কে নামার সময় নাটোরগামী জে আর পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে গুরুতর আহত হন আব্দুস সালাম সরকার। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয়।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি