ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে নতুন করে আক্রান্ত ৬৯ জন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:২০, ১ জুন ২০২০

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের চিত্র।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের চিত্র।

গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৬৯ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জন হয়েছে। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, ‘গাজীপুর থেকে পাঠানো গত ২৪ ঘন্টায় ৮৩১ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৬৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে গাজীপুর সদর এলাকায় ৩১ জন, কালিয়াকৈর ১৫ জন, কালীগঞ্জে ৭ জন, কাপাসিয়ায় ৩ জন ও শ্রীপুর উপজেলায় ১৩ জন।

এ পর্যন্ত গাজীপুরে ১০ হাজার ৬৮৭ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এতে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪৯ জন। এর মধ্যে কালিয়াকৈরে ১২৪ জন, কালীগঞ্জে ১৪০ জন, কাপাসিয়ায় ৯২ জন ও গাজীপুর সদরে ৮১৩ জন।

গাজীপুর সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, গাজীপুরে নতুন করে ৬৯ জনের করোনাভাইরাস পজিটিভ হয়েছে। এর মধ্যে এ যাবত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরত গেছেন ২৮০ জন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি