ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরে ট্রাক চাপায় যুবক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৭, ১ জুন ২০২০ | আপডেট: ২২:৩৮, ১ জুন ২০২০

নাটোরের আহমেদপুরে ট্রাক চাপায় নুর মোহম্মদ (২৫) এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার আহমেদপুর ব্রিজে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নুর মোহম্মদ কদমসাতুরিয়া গ্রামের রুহুল আমিন বেপারীর ছেলে।

নাটোর ফায়ার স্টেশনকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে নুর মোহম্মদ বাড়ির কাছে আহমেদপুর বাজার থেকে মোটর সাইকেল চালিয়ে তার বাড়িতে ফিরছিলেন। পথে আহমেদপুর ব্রিজে ওঠার মহুর্তে মালবোঝাই ঢাকাগামী একটি ট্রাক তার মোটর সাইকেলকে চাপা দিয়ে যায়। এতে নুর মোহম্মদ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অপর একজন আহত হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি