ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ২ স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্ত ১১ জন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৭, ১ জুন ২০২০ | আপডেট: ২২:৫৯, ১ জুন ২০২০

ঠাকুরগাঁওয়ে দু’জন স্বাস্থ্যকর্মীসহ আরও ১১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আজ (সোমবার) এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১২২ জন।

সিভিল সার্জন ডা মাহফুজার রহমান সরকার জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ১ জুন সোমবার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও সদরে ৭ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ জন ও হরিপুর উপজেলায় ১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১২২ জন। যাদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। আজ ৯৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১৬৫৮ জনের নমুনা।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি