ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে করোনায় পীরের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪১, ২ জুন ২০২০

করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাইতে আব্দুল মতিন মল্লিক (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি পীর হিসেবে পরিচিত ছিলেন। 

এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আজ মঙ্গলবার ভোরে মারা যান তিনি। 

এর আগে বেলকুচি উপজেলার স্বাস্থ্য বিভাগ থেকে গত ২৯ মে তার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফলে করোনা পজিটিভ হবার বিষয়টি সিভিল সার্জন অফিসের মাধ্যমে সোমবার রাতে জানা যায়। পরে রাতেই উপজেলা প্রশাসন থেকে ওই বৃদ্ধের বাড়ি লকডাউন করা হয়। 

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, ‘এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার সকালে আমাকে নিশ্চিত করেছেন। শ্বাসকষ্ট, হাইপার টেনশন ও ডায়বেটিকসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ঈদের পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনার সংক্রমণ বহন করছিলেন।’

যথাযথ নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে বাদ জোহর নিজ গ্রামে তাকে দাফন করা হবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি