ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৩, ২ জুন ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরে কালিয়াকৈরে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগীয় এই জেলায় করোনায় ছয়জনের মৃত্যু হলো। 

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. প্রবীর সরকার জানান, করোনার উপসর্গ নিয়ে (জ্বর, সর্দি) সোমবার (১ জুন) রাতে কালিয়াকৈরের হিজলতলী গ্রামের শওকত হোসেন (৫৫) ও নামাশুলাই গ্রামের কফিল উদ্দিন (৪৫) মারা যান। 

তবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা যাছাই করতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

তিনি জানান, ‘কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতেই ছিলেন তারা। সোমবার অবস্থার অবনতি হলে নিজ বাড়িতেই মারা যান তারা।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি