ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৮, ২ জুন ২০২০

ষাট শতাংশ বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা কমিউনিস্ট পার্টি। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

এতে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ সম্পাদক আছমা খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বক্তরা বলেন, ‘দেশে করোনাকালীন সময়ে বিশ্বের অন্যান্য দেশে যেখানে পরিবহন ভাড়া ফ্রি করা হয়েছে তখন আমাদের দেশে জনগণের পকেট কেটে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি শ্রেণি সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করছে। এতে জনগণের দুর্ভোগ বাড়ছে।’ 

তাই অনতিবিলম্বে বর্ধিত ভাড়া বাতিলের দাবি জানান তারা।’

এআই
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি