ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বাস্থ্যবিধি তদারকিতে তৎপর হাইওয়ে পুলিশ 

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ২ জুন ২০২০

Ekushey Television Ltd.

নরসিংদীতে সরকারি নির্দেশনা মেনে গণপরিবহনে যাত্রী সেবা পরিচালিত হচ্ছে কিনা তা তদারকি করতে জেলা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে হাইওয়ে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের ৫৭ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে তাদের। তবে দূরপাল্লার যানবাহগুলো স্বাস্থ্য বিধি মানলেও লোকাল যানবাহনগুলো যাত্রীবহনে কিছুটা ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে।

এদিকে সরকারি নির্দেশ অমান্য করে এক সিটে একাধিক যাত্রী পরিবহনের অভিযোগও রয়েছে চালকদের বিরুদ্ধে।

হাইওয়ে পুলিশ বলছে, ‘আপাতত স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করা হচ্ছে। প্রয়োজনে সরকার নির্দেশিত আইন প্রয়োগ করা হবে।’

এআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি