ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দোহারে আরও ২৮ জন করোনা শনাক্ত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা)  সংবাদদাতা

প্রকাশিত : ১৬:৪৫, ২ জুন ২০২০

ঢাকার দোহার উপজেলায় আরো ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। নতুন করে করোনা শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে দোহার পৌর এলাকার ১২জন, রাইপাড়া ইউনিয়নে ৭ জন, মুকসুদপুর ইউনিয়নে ৬জন, নারিশা ইউনিয়নে ২ জন, ও বিলাসপুরে ১ জন। 

মঙ্গলবার (২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.জসিম উদ্দিন।

ডা.মো.জসিম উদ্দিন জানান, নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

উল্লেখ্য, দোহার উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া ৯১ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩২ জন। মৃত্যুবরণ করা দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি