ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লালপুরে ট্র্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ২ জুন ২০২০

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় ৭৯৩ আপ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৩টায় উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের দক্ষিণ দিকের পৌর গোরস্থান এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী ৭৯৩ আপ ট্রেনে অজ্ঞাত এক ব্যক্তির কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যাক্তির লাশ ট্রেনে কাটা পড়ে ক্ষত বিক্ষত হয়ে যায়। পরদিন স্থানীয়রা বিষয়টি আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টরকে জানালে,স্টেশন মাস্টার বিষয়টি ঈশ্বরদী জিআরপি পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে ঈশ্বরদী জিআরপি পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঈশ্বরদী জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি