ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কেটে ইজিবাইক চালকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৪, ২ জুন ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে চলন্ত ট্রেনে কাটা পড়ে এ কে এম হৃদয় (২৭) নামে এক অটো ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে ভেলাতৈড় ভাঙ্গাব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত হৃদয় সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত হাবিবুল্লাহ'র ছেলে।

পীরগঞ্জ রেল স্টেশনের সহকারি মাষ্টার মো.সুজন জানান, দুপুর দেড়টার দিকে ঢাকার উদ্দেশ্যে পঞ্চগড় স্টেশন থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ স্টেশনের কাছাকাছি ভেলাতৈড় ভাঙ্গাব্রীজ এর কাছে পৌঁছালে ওই চালক অটো ইজিবাইক নিয়ে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনার পর দিনাজপুর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি