ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত সিলেট সিটি মেয়রের স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ৩ জুন ২০২০ | আপডেট: ০৮:৩০, ৩ জুন ২০২০

Ekushey Television Ltd.

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। 

মঙ্গলবার (২ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি করোনা শনাক্ত হন। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়রের স্ত্রী শ্যামা হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওসমানী হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তিনি সুস্থ আছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি