ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে যুবককে শ্বাসরোধে হত্যা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ৩ জুন ২০২০

নাটোরের সদর উপজেলায় ওমর ফারুক মিঠু (২৫) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওমর ফারুক সিঙ্গারদহো পূর্বপাড়াা এলাকার আব্দুল্লাহর ছেলে। আজ বুধবার ভোর রাতে নিজ বাড়ির পাশে এ হত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা মিঠুর বউকে ডাক দেয়। এ সময় তার বউ বাহিরে বের হয়ে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘটনাস্থলে কাউকে দেখননি তিনি। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওমর ফারুককে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই মনে হচ্ছে।’

তদন্ত শেষে হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি