ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় পুলিশের স্ত্রীসহ আক্রান্ত আরও ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ৩ জুন ২০২০

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় পুলিশের স্ত্রীসহ নতুন করে আরও দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের একজনের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকায়। অপরজন দর্শনা থানা পুলিশ কনস্টেবলের স্ত্রী। তিনি গত দুই দিন আগে করোনা পজিটিভ হন। 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। একজন মারা গেছেন। বর্তমানে করোনা রোগী রয়েছে ২১ জন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি