ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নলছিটিতে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৮, ৩ জুন ২০২০ | আপডেট: ১৭:৪৪, ৩ জুন ২০২০

ঝালকাঠির নলছিটিতে গত ২১ ঘন্টার ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আজ বুধবার সকাল ৭টায় উপজেলার বৈশাখীয়া গ্রামে বাবুল মোল্লা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনদিন ধরে তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, বাবুল মোল্লাকে সকালে বাড়ি থেকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি চলছিল। হঠাৎ করে বুকে ব্যথা বেড়ে গিয়ে বাড়িতেই তার মৃত্যু হয়। বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানানোর পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। 

অপরদিকে, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার রায়াপুর গ্রামে জামাল উদ্দিন হাওলাদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এক সপ্তাহ ধরে তিনি শ্বাসকষ্ট, জ্বর ও সর্দিতে ভুগছিলেন।
 
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন জানান, জামাল উদ্দিন হাওলাদার আগে থেকে শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। বাড়িতে বসেই চিকিৎসা নিয়েছেন। এক সপ্তাহ আগে তিনি জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি