ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৩ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ৩ জুন ২০২০

কক্সবাজারের চকরিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজারের চকোরিয়ার এক বৃদ্ধকে নির্যাতনের ঘটনাটি নজরে আসা মাত্রই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।’ 

এ ঘটনায় করা মামলার বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত ২৪ মে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার (২ জুন) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর নজরে আসে সবার। 

নির্যাতনের শিকার মো. নুরুল আলম উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ার মৃত আলী মিয়ার ছেলে। আর এ ঘটনায় জড়িত যুবলীগ নেতা আনছুর আলম (৩৫)। তিনি একই ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মৃত মনির উল্লাহর ছেলে। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি