ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দোহারে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২০:২০, ৩ জুন ২০২০

ঢাকার দোহার উপজেলায় করোনা উপসর্গ নিয়ে নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে। বুধবার সকালে নিজ বাড়ীতে ওই ব্যবসায়ী মৃত্যুবরণ করেন। দুপুরে জানাযা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম তাকে দাফন করেন। মৃত নুরুল ইসলাম উপজেলার ঘোনা গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে ও জয়পাড়া বাজারের জুতা ব্যবসায়ী।

জানা যায়,ব্যবসায়ী নুরুল ইসলাম কিছুদিন যাবত সর্দিকাশি ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা. জসিম উদ্দিনের সহযোগিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দোহার শাখার স্বেচ্ছাসেবক টিমের সদস্য সুলাইমান বেপারীর নেতৃত্বে তাকে নুরপুর ঘোনা কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

এব্যাপারে দোহার উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, যেহেতু মৃত ব্যক্তির করোনা উপসর্গ ছিল তাই তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
কেআই/   
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি