ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় পুলিশ-আইনজীবীসহ একদিনে শনাক্ত ৫৭

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:২১, ৩ জুন ২০২০

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশ ও আইনজীবীসহ আরও ৫৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশ ও আইনজীবীসহ ৫৭ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে- বগুড়া সদর থানার ১৪ জন পুলিশ ও বগুড়া বার সমিতির একজন আইনজীবীসহ মোট ৪৫ জন, সারিয়াকান্দিতে ১ জন, শাজাহানপুরে ১ জন, গাবতলীতে ৩ জন, শেরপুরে ৫ জন, ধুনটে ১ জন ও আদমদীঘিতে ১ জন রয়েছেন।

এদিকে, এ নিয়ে বগুড়া জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি