ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে ৭ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর আটক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৬, ৩ জুন ২০২০

অভিযুক্ত কিশোর মামুন মিয়া- ছবি একুশে টেলিভিশন।

অভিযুক্ত কিশোর মামুন মিয়া- ছবি একুশে টেলিভিশন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পনেরো বছরের এক বখাটে  কিশোরকে আটক করেছে পুলিশ এবং শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে শহরতলীর শাহীবাগ এলাকার একটি নির্জন লেবু বাগানে ঘটনাটি ঘটে বলে জানান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) সোহেল রানা। 

তিনি জানান, এ ঘটনায় মেয়ের বাবা দুপুরের দিকে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে বখাটে কিশোরকে আটক করা হয়। ওসি আরও জানান, আটককৃত বখাটে কিশোরকে আদালতে প্রেরণ করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ঘটনার সত্যতা স্বীকার করে।

অভিযুক্ত কিশোরের নাম মামুন মিয়া (১৫)। অভিযুক্ত ও ভিকটিম শিশুটি একই এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

এদিকে, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ সোহেল রানা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি