ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অর্ধ-গলিত লাশ উদ্ধার

এম হেদায়েত,সীতাকুণ্ড

প্রকাশিত : ২২:৪৩, ৩ জুন ২০২০ | আপডেট: ২২:৪৪, ৩ জুন ২০২০

Ekushey Television Ltd.

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বিএম এনার্জি গ্যাস ফ্যাক্টরির পিছনে সাগর উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা অর্ধ-গলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুরে স্থানীয় এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ অর্ধ-গলিত লাশটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, লাশটি কয়েকদিন আগের। লাশের শরীরের উপরে অংশে রেইনকোট পরিহিত ছিল। নিচের অংশে কোন কাপড় নেই।

এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানান, আমরা খবর পেয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করি। এটি জোয়ারের পানিতে ভেসে এসেছে। সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। যেহেতু লাশের পরিচয় পাওয়া যায়নি তাই আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য আনজুমান মহিদুল ইসলামকে হস্তান্তর করা হবে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি