ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জামালপুরে এমপিসহ আরও ৫৪ জনের করোনা শনাক্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ৪ জুন ২০২০ | আপডেট: ১১:২৩, ৪ জুন ২০২০

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল

দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় করোনা ভয়াবহ রূপ নিচ্ছে জামালপুরে। এবার ভাইরাসটির শিকার হয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালসহ আরও ৫৪ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৪৭ জনে দাঁড়িয়েছে। 

জেলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান তাহের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারও রয়েছেন।  

ডা. মাহফুজুর রহমান তাহের জানান, ‘বুধবার (৩ জুন) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ইসলামপুর উপজেলাতেই ১৭ জন।’

তিনি জানান, ‘ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে তিনজনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন।’

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, ‘বুধবার জেলায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করাসহ যেখানে যা যা করা দরকার সেভাবেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এছাড়া জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২৯ জন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি