ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে আক্রান্ত ২শ ছাড়াল 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ৪ জুন ২০২০

জয়পুরহাটে নতুন করে করোনার শিকার হয়েছেন আরও ১৬ জন। এ নিয়ে বুধবার (৩ জুন) রাত পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৭৮ জন। 

জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৮৭ জন। বুধবার রাতে বগুড়া থেকে ২২টি ও ঢাকার ১৮৫টি নমুনার ফল এসেছে। এর মধ্যে ১৬ জনের ফল পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে পাঁচবিবিতে ১০, আক্কেলপুরে ৩, ক্ষেতলালে ২ ও সদর উপজেলায় একজন। 

জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, ‘আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (সেফ অতিথিশালা) আইসোলেশনে নেওয়ার কাজ চলছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি