ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৬, ৪ জুন ২০২০ | আপডেট: ১৬:৩৮, ৪ জুন ২০২০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এশিয়ান হাইওয়ে রোডের মদনপুর-জয়দেবপুর সড়কের সিংরাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ পুলিশ সদস্য। 

নিহত পুলিশ সদস্য আব্দুল হান্নান (৫৫) মুন্সিগঞ্জের গজারিয়া থানার ইমামপুর এলাকার আব্দুল আজিজ সরদারের ছেলে। তিনি সোনারগাঁয়ের তালতলা তদন্তকেন্দ্রের পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। 

জানা যায়, নিজস্ব যানবাহন না থাকায় সিএনজিতে করে বুধবার রাত থেকে ডিউটি পালন করছিলেন পুলিশ সদস্যরা। আজ ভোরের আগে একটি মালবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে সেটি উল্টে গেলে ঘটনাস্থলে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

সোনারগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি