ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ডিশ লাইন খুলতে বিদ্যুৎস্পৃষ্টে স্নাতকোত্তর ছাত্রীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ৪ জুন ২০২০

ঝড়ের আশঙ্কায় টিভির ডিশ লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুড়িগ্রামে উপমা বেগম মোনালিসা (২৯) নামের এক স্নাতকোত্তর ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন)  দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রসাদকালোয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তিনি বালাকুড়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মোকছেদ আলীর মেয়ে। 

মোনালিসা সর্বশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সদর উপজেলায় প্রথম স্থান অধিকার করেছিলেন। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।  

নিহতের পরিবার জানায়, ‘বুধবার রাত ৩টার দিকে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলে ঝড়ের আশঙ্কায় টিভি থেকে ডিশ লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোনালিসা। পরে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আজ বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে ওই ছাত্রীকে দাফন করা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি