ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নওগাঁয় নলকূপের ঘর থেকে ২ নারীর মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৭, ৪ জুন ২০২০ | আপডেট: ১৬:৫৩, ৪ জুন ২০২০

নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রামের বোরো ধানের মাঠের গভীর নলকূপের ঘর থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার চাংলা গ্রামে আহসান হাবিবের গভীর নলকূপের ঘর থেকে উদ্ধার করা হয় মরদেহ দুটি। এই ঘটনা জানার পর নওগাঁ ও রাজশাহী থেকে পুলিশের বিশেষ শাখার তদন্ত টিম ঘটনাস্থলে গেছেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার সকালে লোকজন মাঠে কাজ করতে গিয়ে আহসান হাবিবের গভীর নলকূপের ঘরের ভেতর দুই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। 
এরপর তাঁরা থানায় ঘটনাটি থানায় জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে আনুমানিক ৩২ বছর বয়সী দুই জন নারীর লাশ পড়েছিল। দুই নারীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তাদের অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা লাশ সেখানে ফেলে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বিকেল ওসি চৌধুরী জোবায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ওই দুই নারীর এখনও পরিচয় পাওয়া যায়নি। তবে এই হত্যাকান্ডের রহস্য ও তাদের পরিচয় জানার জন্য একাধিক টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি