বগুড়ায় করোনা উপসর্গে চিকিৎসা প্রতিনিধির মৃত্যু
প্রকাশিত : ১৭:০৪, ৪ জুন ২০২০
বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে জহুরুল ইসলাম বাবু নামে ৫৫ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় একটি ওষুধ কোম্পনির চিকিৎসা প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ)।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এই তথ্য নিশ্চিত করেন বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের চিকিৎসক ডা. শফিক আমিন কাজল।
তিনি জানান, আজ সকালেই জহুরুল ইসলাম বাবু নামের ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশ ও আইনজীবীসহ আরও ৫৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশ ও আইনজীবীসহ ৫৭ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে- বগুড়া সদর থানার ১৪ জন পুলিশ ও বগুড়া বার সমিতির একজন আইনজীবীসহ মোট ৪৫ জন, সারিয়াকান্দিতে ১ জন, শাজাহানপুরে ১ জন, গাবতলীতে ৩ জন, শেরপুরে ৫ জন, ধুনটে ১ জন ও আদমদীঘিতে ১ জন রয়েছেন।
এদিকে, এ নিয়ে বগুড়া জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন।
এনএস/
আরও পড়ুন