বগুড়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু
প্রকাশিত : ২১:১৯, ৪ জুন ২০২০ | আপডেট: ২১:২২, ৪ জুন ২০২০
বগুড়ায় বিভিন্ন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত শাজাহানপুর, ধুনট, কাহালু এবং সারিয়াকান্দিতে পৃথক বজ্রপাতে তারা মৃত্যুবরণ করেন।
ওই সময় এরুইল বাজারের পাশে স্থানীয় কয়েকজন কৃষক ধান শুকাচ্ছিলেন। তখন হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে মোকলেছার রহমান ও একই গ্রামের হাসান আলী (৩৫), রায়হান (২৮) সহ ৪ কৃষক আহত হন।
বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরদিকে বিকেল ৫টার দিকে শাজাহানপুর, ধুনট এবং সারিয়াকান্দিতে বজ্রপাতে আরও ৩ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন, শাজাহানপুর উপজেলার হরিণগাড়ি গ্রামের মৃত মোসলেমের ছেলে নুরুল ইসাম খুট্ট (৪৬), ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের দেওড়িয়া গ্রামের দেরাস আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চরকুড়িপাড়া গ্রামের বুলু মণ্ডলের ছেলে লেবু মণ্ডল (৩৫)।
কেআই/
আরও পড়ুন