ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জে আরও ৩১ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৮, ৪ জুন ২০২০ | আপডেট: ২৩:১৮, ৪ জুন ২০২০

সুনামগঞ্জ জেলায় আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

তিনি বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলেও জানান তিনি।
 
এ নিয়ে সুনামগঞ্জ জেলায় ২৫০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৩ জন। মারা গেছেন একজন। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি